Tags: জাতীয় স্থানীয় সরকার দিবসে গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভা
[২] ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ সদরসহ ৫ উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে।
[৩] রোববার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সার্কিট হাউজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
[৪] পরে সেখানকার মিলনায়তনে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী অফিসার মহসিন উদ্দীনের তত্ত্বাবধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
[৫] স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।
[৬] এছাড়া উপজেলা চত্বরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাথে জনসচেতনতা তৈরি ও সবার সম্পৃক্ততার জন্যে ২১ টি স্টল বসানো হয়েছে।
[৭] এদিকে স্থানীয় সরকার দিবসে জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় বর্ন্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্ব-স্ব উপজেলার নির্বাহী অফিসারগণের নেতৃত্বে এবং সভাপতিত্বে এই কর্মসূচিতে অংশনেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিককর্মীরা। সম্পাদনা: সাদিয়া ইসলাম