Tags: কবিতা, গন্ধহীন, রুদ্র মাহমুদ কবির
শিউলির সুগন্ধি অথবা শাহপরাণের আঁতর নয়।
প্রিয় পারফিউম তোমার শরীরের মিষ্টিগন্ধ ও তার কাছে পরাস্ত ধাচ।
এ শুধু প্রকৃতির হাতে তৈরি সৃষ্টির জাদু।
যেন ভিষণ রশ্মি ধরে ছড়িয়ে পড়া প্রেমের মধুরে আমেজ।
আমি প্রকৃতির সৃষ্ট বিভ্রাট হলেও তিনি ভালোবেসে ছিলেন আমাকে,
তাই আর একটিও মানবির শরীরে অনির্ভর এই সুগন্ধ মাখাতে ইচ্ছা গড়ে না।
তবুও গড়ে ওঠে নতুন অধ্যায়। ধ্যান। মগ্নতা। নগ্নতা।
আমার কমলমাত্রিক কথাগুলো শুনে তুমি প্রশংসায় পুরোপুরি না গলে
হয়তো প্রশ্ন করবে,
‘কত মানবির শরীর সয়েছি !?’
কিন্তু নাহ্, সময় নিয়ে উত্তরে নয়।
এমন কিছুও থাকছে না যার ভেতরে আরও একটি নতুন জিজ্ঞাসা খুঁজে বেড়াও-
আরো একটি প্রশ্ন বের করে আনো।
তারচে ভালো, উত্তর তুমিই বলো নিজেকে। ধরাকে। না হয় থাক না!
আমি দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশ্বাস নেবার মাঝখানে যতো মানবির শরীর সমাধিতে পৌছে যাই এই সামাজিক দুর্গন্ধ হতে-
সে হিসাব তুমি কইরো না।