Tags: বাংলা শিখছেন শাকিব খানের মার্কিন নায়িকা কোর্টনি কফি
[২] চলচ্চিত্র পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ও অভিনেতা শাকিব খান এই তিন ত্রয়ী মিলিয়ে শুরু করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘রাজকুমার’। ঘটা করে আমেরিকায় হয়েছিল মহরতও। এই ছবিতে শাকিব খানের নায়িকা থাকবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
[৩] সিনেমার শ্যুটিং প্রসঙ্গে হিমেল বলেন, আগামী ঈদুল ফিতর টার্গেট করে নির্মিত হবে ছবিটি। ছবিতে শাকিব খানের নায়িকা থাকবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। অক্টোবর ও নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ ছবির শুটিং শুরু হবে।
[৫] জানা যায়, ‘রাজকুমার’ পুরোপুরি মৌলিক গল্পের ছবি। যে গল্প ও চিত্রনাট্য নির্মাতা হিমেলের। তবে শাকিবের পাশাপাশি দেশের আরও কজন অভিনয়শিল্পী ছবিটিতে অভিনয় করবেন।