Tags: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, বাংলাদেশে নৈশভোজে ম্যাক্রোঁর ওয়েলকাম ড্রিংকস ছিলো আমড়ার জুস, সাদিয়া ইসলাম
[২] গত ৩৩ বছরের মধ্যে কোনো ফরাসি প্রেসিডেন্টের এটি প্রথম বাংলাদেশের রাজধানী ঢাকা সফর। দুদিনের সফরে রোববার রাতে ঢাকা এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অতিথির সম্মানে প্রধানমন্ত্রীর আয়োজন ছিল নৈশভোজ ও বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠানের।
[৩] অ্যাপেটাইজার তালিকায় ছিলো স্মোকড ইলিশের সঙ্গে পিঁয়াজু ও সমুচা। এরপর মাল্লিগাটাওয়ানি স্যুপ। সঙ্গে ব্রেড ও মাখন। সূত্র: আমাদেরসময়.কম
[৪] খাবারের মূল কোর্সে ছিলো কাচ্চি বিরিয়ানি, গরুর শিক কাবাব, মুরগীর কোরমা, রোস্ট করা চিংড়ি আর লুচি রুটি।
[৫] ডেজার্টে ছিল পাটিসাপটা পিঠা, মিষ্টি, রসগোল্লা ও ফল। পানীয় ছিলো আমড়ার জুস, পছন্দমত সফ্ট ড্রিংকস। সবশেষে চা ও কফি।
[৬] নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সকল অতিথিবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সম্পাদনা: সাদিয়া ইসলাম