সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপচাপায় মো. শামীম মিয়া (৪৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (২৩ জুন) রাত ৯টায় সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই রিকশাচালককে দ্রুত গতির একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই শামীম মারা যান।
দুর্ঘটনার পরপরই পিকআপ গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছেন। নিহত শামিম মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজার এলাকার মৃত তরিক মিয়ার ছেলে। তিনি নাজিরবাজারে একটি কলোনীতে ঘরভাড়া করে পরিবার নিয়ে বসবাস করতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
জানা গেছে,বুধবার রাত ৯টার দিকে নাজিরবাজারে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শামিম মিয়া। এ সময় ঢাকার দিক থেকে আসা সিলেটগামী একটি দ্রুত গতির বেপরোয়া পিকআপ গাড়ি শামিমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শামিম মিয়া মারা যান।
এদিকে, নাজিরবাজারে দুর্ঘটনার পর এলাকাবাসী সড়কে অবস্থান নিলে মহাসড়কে উভয় দিকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর পুলিশ লাশ নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।