1. sabbirsarder.bd@gmail.com : Sadia Islam : Sadia Islam
  2. admin@sahas24bd.com : sahas24bd : Ahsan Ullah
[১] ওবায়দুল কাদেরের প্রশ্ন: বিএনপির এখন কী হবে? পতনযাত্রা নাকি পশ্চাতযাত্রা? - sahas24bd
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ

[১] ওবায়দুল কাদেরের প্রশ্ন: বিএনপির এখন কী হবে? পতনযাত্রা নাকি পশ্চাতযাত্রা?

স্টাফ করেসপন্ডেন্ট, সাহস২৪বিডি.কম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

Tags:

[২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামীলীগের ‘শান্তি সমাবেশ আগামী নির্বাচন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন।

[৩] শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

[৪] সমাবেশে তিনি বলেন, বিএনপি এখন চোখে অন্ধকার দেখছে। আজকে বেলা থাকতেই মিছিল শেষ করে হাত-পা বিছিয়ে দিয়ে শুয়ে পড়েছে। একজনেরও ঘুম আসবে না রাতে। কি শুনলাম, কি দেখলাম আর এখন কি হয়েছে। আজকে নতুন একটা খবর আছে, জি-২০ সম্মেলন হচ্ছে দিল্লিতে। আটলান্টিকের ওপারে হোয়াইট হাউস থেকে নিষেধাজ্ঞা দেবে এ আশায় ছিল বিএনপি। কিন্তু কী দেখা গেল? বাইডেন নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সঙ্গে, সঙ্গে পুতুলও ছিলেন।

[৫] এসময় তিনি বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেন, বিএনপির এখন কী হবে? পতনযাত্রা নাকি পশ্চাতযাত্রা? কেবলই পেছনের দিকে বিএনপিকে যেতে হচ্ছে। বাইডেন সাহেব শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন কেমন করে? এসব ভালো লাগেনি বিএনপির।

[৬] ওবায়দুল কাদের বলেন, আজকের পদযাত্রায় জনগণ নেই, জনগণ বিএনপির সঙ্গে নেই। বিএনপি মিথ্যার মহামারী ডেকে এনেছে। বিএনপির বদৌলতে গ্রামাঞ্চলেও মিথ্যা ছড়িয়ে পড়েছে। এখন বিএনপির গ্রামের নেতারাও অবিরাম মিথ্যাচার করে যাচ্ছে।

[৭] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, এখন কী খবর? সিঙ্গাপুর থেকে শলা পরামর্শ নিয়ে এসেছেন, সেই আন্দোলন এখন ভুয়া। ২১ দফা, এক দফা, ২৭ দফা, বিএনপির জোট, বিএনপির আন্দোলন, বিএনপির গণতন্ত্র, বিএনপির আন্দোলন সব ভুয়া। তাঁদের কোনো জনসমর্থন নেই।

[৮] ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved sahas24bd© 2019-2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting