1. sabbirsarder.bd@gmail.com : Sadia Islam : Sadia Islam
  2. admin@sahas24bd.com : sahas24bd : Ahsan Ullah
[১] গোপালগঞ্জ লোকনাথ মন্দিরে জন্মাষ্টমী পালন - sahas24bd
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১০ পূর্বাহ্ন
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ

[১] গোপালগঞ্জ লোকনাথ মন্দিরে জন্মাষ্টমী পালন

সাকিব আল ফেরদৌস, স্টাফ করেসপন্ডেন্ট, সাহস২৪বিডি.কম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

Tags: ,

[২] গোপালগঞ্জের প্রাণ কেন্দ্র শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন শ্রী লোকনাথ মন্দিরে দুইদিন ব্যাপী নানা আয়োজনের মধ্যেদিয়ে জন্মাষ্টমী পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

[৩] মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মন্দিরটির প্রতিষ্ঠাতা মহন কর্মকারের সভাপতিত্বে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্দিরের সভাপতি এডভোকেট সুনীল কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী লোকনাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক খোকন কর্মকার। পরে সেখানে কবি গান, লোক সংঙ্গীত ও দেশিয় সাংস্কৃতিক কনসার্ট দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। এছাড়া মহাপ্রসাদ বিতরণ করা হয়।

[৪] গোপালগঞ্জ জন্মাষ্টমী কমিটির উদ্যোগে শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করে শ্রী লোকনাথ মন্দিরের ভক্ত ও ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।

[৫] শ্রী লোকনাথ মন্দিরের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিককর্মী এস এম সাব্বির প্রতিবেদককে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর পূর্ণভূমীতে সব ধর্মের মানুষ সমানভাবে সুযোগসুবিধা-অধিকার নিয়ে বাঁচে। কারণ আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা শেখ সেলিম এখানকার সব ধর্মের মানুষকে একসঙ্গে উৎসবে সামিল হতে শিখিয়েছেন। লোকনাথ মন্দিরে শৃঙ্খলার মধ্যদিয়ে দুইদিনের আয়োজন শেষ করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

[৬] এদিকে জেলা শহরে যথাযথ মর্যাদায় জন্মাষ্টমী পালিত হয়েছে। এ দিনটি উজ্যাপনের লক্ষে গোপালগঞ্জ জন্মাষ্টমী কমিটির উদ্যোগে শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

[৭] বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশ গ্রহনে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[৮] গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও স্থানীয় সরকার বিভাগ, গোপালগঞ্জ এর উপ-পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

[৯] বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. অসিত কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গল চন্দ্র বিশ্বাস, অ্যাড. সুনীল কুমার দাস বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved sahas24bd© 2019-2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting