Tags: নতুন ভালোবাসা - রুদ্র মাহমুদ কবির
বারবার যার কাছে ফিরে যাই সেই রসদ নদী
তার রসদের অম্লান প্রতিচ্ছবি অন্য কাব্য
অন্য মোহমায়ায় ডাকে ঝুটকুলির বেশে
অন্য ভাষায় পালকে-পালকে বায়ু স্পন্দন
অন্য প্রেমে ব্যাকুল করে যেন পৃথিবীর অন্তরাত্মা
আমিময় পৃথিবীকে বাদ রেখে খুঁজি নক্ষত্রের ছায়া
বারবার ভুল করি অতীত নদীর স্রোতে
রসদের সুখরঙ তৃপ্ত অনুভূতি শেষমেশ ভারাক্রান্ত;
ঘোর অবয়ব শেষে পবিত্র ক্লান্তি ছুটছে
নানান মিথস্ক্রিয়ায় আক্রান্ত অন্য নদীর বুকে
আষ্টেপৃষ্টে ধরে কবির কৌতূহলী ভাবনা
শুকিয়ে যাওয়া মৃত নদের আশা
সন্নিকটে দাড়িয়ে আমার ভবিষ্যত অন্ধকার
এবং নতুন ভালোবাসা।