Tags: বেঁচে যাওয়া চিরকুট - রুদ্র মাহমুদ কবির
তোমার স্মৃতিচিহ্নটুকু অযত্নে আছে। আছে তো তবু!
অযত্নে আছে তোমার মগজে বেঁচে থাকা প্রেম।
আমি জানি তুমি অন্তঃসার।
তোমার খেয়ালে মরে যায় পৃথিবীর মধুচন্দ্রিমা।
বিষাদ অন্ধকারে একফালি আলোর আবদার মেটাতে মেটাতে আমিও ক্লান্ত।
পৃথিবীর সব আলো সুখের নয়।
সব আলো আমারও নয়।
আমি খুবই ক্ষুদ্র।
তবু, তোমার অনুদিত যন্ত্রণা সইতে পারি।
মন আমার যাবতীয় স্মৃতির চেয়ে, তোমার ছলনার সমুদ্রের চেয়ে বেশ বড়।