1. sabbirsarder.bd@gmail.com : Sadia Islam : Sadia Islam
  2. admin@sahas24bd.com : sahas24bd : Ahsan Ullah
[১] অস্থির বাজারে সিদ্ধান্তহীন ক্রেতা - sahas24bd
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ

[১] অস্থির বাজারে সিদ্ধান্তহীন ক্রেতা

স্টাফ করেসপন্ডেন্ট, সাহস২৪বিডি.কম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
ছবি: বার্তা২৪.কমের সৌজন্যে...

Tags:

[২] চট্টগ্রাম নগরীর অক্সিজেন বাজারে সবজি কিনতে এসেছেন কলেজেপড়ুয়া সিফাতুল ইসলাম। এক হাজার টাকায় মেসের জন্য কিনতে হবে মাছ-মুরগি ও সবজি। বাজারে ঢুকেই কয়েক দোকান ঘুরে, কত টাকায় কি নেবেন সিদ্ধান্ত নিতে পারছেন না!

[৩] কথা হয় সিফাতের সঙ্গে। তিনি প্রতিবেদককে জানান, আজ মেসের বাজার আমার ওপর। তাই বাজার করতে এসেছি। এক হাজার টাকায় কি বাজার করব! দিন দিন সব সবজির দাম বাড়ছে। দুই কেজি সবজি নিতেই ১৬০ টাকা চলে গেল। রুই মাছ দেখলাম কেজি ৩৫০ টাকা করে। বাধ্য হয়ে দুই কেজি ওজনের একটি মাছ নিয়েছি ৭০০ টাকায়। বাকি ১৪০ টাকায় আর কি নেওয়া যায় সেটিই ভাবছি। সূত্র: বার্তা২৪.কম

[৪] এমন অবস্থা শুধু সিফাতের নয়, বাজার করতে আসা বেশিভাগ মধ্যবিত্তরাই যেন এই পরিস্থিতির শিকার।

[৫] চট্টগ্রামের সবজির বাজার দর যেন রাতে দিনে উঠা-নামা করছে। সপ্তাহের ব্যবধানে টমেটোর দাম ৪০ টাকা কমলেও কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে করলা ও কাঁচা মরিচের দাম। অন্যদিকে লাগামহীন মুরগির বাজার। এক সপ্তাহে ৫ টাকা কমলে পরের সপ্তাহে ১০ টাকা বাড়ে। প্রতি হালি ডিম ৪ টাকা কমে ৫৬ টাকায় বিক্রি হলেও স্বস্তি নেই মাছে বাজারে।

[৬] এদিকে ভারত পেঁয়াজের রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের খবরে বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে মানভেদে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। পাশাপাশি কেজিপ্রতি ৪০ টাকা বেড়ে খুচরা বাজারে রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।

[৭] শুক্রবার (২৫ আগস্ট) চট্টগ্রাম নগরীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

[৮] সবজির বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা কমে টমেটো ১৪০। কেজিতে ২০ টাকা কমে শসা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কেজিতে ৩০ টাকা বেড়ে প্রতিকেজি গাজর ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি বেগুন ৬০ থেকে ৭০, পটল ৬০, মিষ্টি কুমড়া ৫০, করলা ৭০ থেকে ৮০, চিচিঙ্গা ৫০, ঢেঁড়শ ৬০, লাউ ৫০ ও কচুর ছড়া ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ১০ টাকা বেড়ে কাঁচা পেঁপে ৪০ টাকা,২০ টাকা বেড়ে পলট ৬০ টাকা, ধুন্দুল ৭০ টাকা, বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়। স্থির রয়েছে ৪০ টাকার আলু।

[৯] আতুরারডিপো বাজারের সবজি কিনতে আসা জাহেদুল করিম বলেন, কি খাব ভাই! গত দুইদিন আগে মরিচ কিনেছি ১৫০ টাকা ধরে। আজকে নাকি একদাম ২০০ টাকা। কম রাখতে বললে বলে, একদাম। নিলে নেন, না নিলে যান।

[১০] সবজি বিক্রেতা মানিক বলেন, চট্টগ্রামের যেসব এলাকা থেকে সবজি আসতো বেশিরভাগ এলাকায় বন্যায় সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে সেই সবজির যোগান দিতে হচ্ছে। ফলে সবজি দাম একটু বেশিই। আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। কাঁচাবাজরের দরদাম হঠাৎ উঠা-নামা করে। কোন ব্যবসায়ী এটি বলতে পারবে না এটার দাম কমবে বা ওইটার বাড়বে।

[১১] এদিকে মুরগির বাজারে কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫-১৮০ টাকায়। গরিবের মাংসের যোগান দেওয়া ব্রয়লার মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৬০ টাকায়। প্রতিকেজি সোনালী মুরগি ৩৩০, লেয়ার ৩৫০ ও দেশি মুরগি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

[১২] মুরগি বিক্রিতেরা বলছেন, মুরগির খাবারের দাম বাড়ার কারণে মুরগির দামও বেড়ে যায়৷ আবার দেখা যায় সরবরাহ কমে গেলেও দাম বেড়ে যায়। যখন বাজারে বেশি মুরগি আসবে তখন দাম কমে যায়।

[১৩] অন্যদিকে মাসের শুরুতে উত্তাপ ছড়ানো ডিমের বাজর এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। শহরের বড় ডিমের আড়তগুলোতে দিয়ে ভোক্তা সংরক্ষণ অধিকার ডিম বেচাকেনায় শুভংকরের ফাঁকির প্রমাণ পেয়ে জরিমানাও করেছে কয়েকবার। তাতেও যেন কমছে না ডিমের দাম। আজ প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, প্রতিডজন হাঁসের ডিম ১৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। চলতি মাসের শুরুতে প্রতি ডজন ডিমের দাম ঠেকেছিল ১৮০ টাকায়। গত সপ্তাহেও প্রতিডজন ডিম বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৬৫ টাকায়।

[১৪] ডিম কিনতে আসা ইলিয়াস বলেন, ১২ টাকায় ডিম বিক্রি করতে বলেছে সরকার। দোকানে ১২ টাকায় কোনো ডিম পেলাম না।

[১৫] এদিকে মাছের বাজারেও মিলছে না স্বস্তি। এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়, পাবদা ৪৫০, রুপচাঁদা (বড়) ১ হাজার, রুপচাঁদা (ছোট) ৮০০, তেলাপিয়া ২৪০ ও পাঙ্গাস ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

[১৬] মাছ কিনতে আসা রফিক নামের এক ক্রেতার সঙ্গে কথা হয় ৷ তিনি বলেন, কোন মাছ খাব। পুকুরের মাছের দাম বেশি হওয়ায় সাগরের মাছ কিনতাম। এখন সে মাছের দামও বেশি। আগে কখনো পাঙ্গাস কিনতাম না, এখন কম দামে শুধু পাঙ্গাস আছে তাও ১৬০-১৮০ টাকা কেজি। সূত্র: বার্তা২৪.কম

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved sahas24bd© 2019-2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting