Tags: বোয়ালখালীতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
[২] চট্টগ্রামের বোয়ালখালীতে আহাদুল ইসলাম বিজয় (১৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। বৃহস্পতিবার ২৪ আগস্ট সন্ধ্যা ৭টায় দিকে নিজ বাড়ি থেকে বিজয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
[৩] বিজয় বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরখিজিরপুর মোহাম্মাদ খায়ের আহমদ ডাক্তার বাড়ির মোহাম্মাদ হামিদুল হকের ছেলে। সে এই বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
[৪] বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.রিয়াজুল জব্বার জানান, বিজয়ের মা ঘরে ছিলেন না। তিনি বিকেল সোয়া ৪টার দিকে বাড়িতে এসে রান্নাঘরে বিজয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বিজয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
[৫] এ বিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন।