Tags: চিত্রনায়িকা মাহির প্রেমিক হতে হলে, দিতে হবে চড়া দাম!, মাহিয়া মাহি
[২] সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এমনই ইঙ্গিত দেন এই চিত্রনায়িকা। নিজের ফেসবুক পোস্টে মাহিয়া মাহি লিখেছেন, ‘আমাকে তুমি ভালবেসো
প্রথমদিনের মতো ঠিক শেষঅব্দি। প্রথমদিন থেকে যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা ঘাসফুল আমার হাতে একবার তুলে দাও তাহলে সেটা আমার মৃত্যুর দিন পর্যন্ত যেনো বহমান থাকে। আমি এক আজন্ম প্রেমিকা, আমার প্রেমিক হতে হলে চড়া দাম দিতে হবে।’
[৩] এই পোস্টটি চোখে পড়ামাত্রই নানাধরনের অনৈতিক কার্যকলাপসহ নানা ইঙ্গিত দিচ্ছেন ভক্তবৃন্দ।
[৪] একজন তার পোস্টে মন্তব্য করেছেন, চওড়া না, চড়া দাম লাগবে?
[৫] আরেকজন লিখেছেন, আজীবনের জন্য প্রেমিকটি থেকে যাক।