Tags: একুশে বইমেলায় প্রচারণা করছে ‘কথা দিলাম’ পরিবার
[২] ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) প্রেক্ষাগৃহে আসছে ভালোবাসার সিনেমা ‘কথা দিলাম’। চলছে প্রচারণা। তারই অংশ হিসেবে ‘কথা দিলাম’ পরিবার একুশে বইমেলায় তাদের প্রচারণা চালাচ্ছে।
[৩] সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম। তাদের দু’জনকে নিয়ে প্রযোজক ও গীতিকার জসিম উদ্দিন আকাশ বই কিনতে আসা ক্রেতাদের কাছে তাদের সিনেমার লিফলেট বিতরণ করছেন।
[৪] বিকালে তারা এই প্রচারণা চালায়। এ ব্যাপারে কেয়া বলেন, ব্যাপারা দারুন। মানুষ বেশ সাড়া দিচ্ছেন। কেউ কেউ সেলফি তুলছেন। তাদের ইতবাচক সাড়ায় আমাদের টিমও উজ্জীবীত।
[৫] প্রযোজক আকাশ বলেন, একটি সিনেমা বানানোর পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিনেমা মুক্তি। আমার মনে হয় অন্তত এক মাস সময় পেলে সিনেমার প্রচারণা করে ইতিবাচক ফল আসে। কিন্তু প্রযোজক সমিতি থেকে সময় নিয়ে রাখলেও জটিলতা দেখা দেয় হল পাওয়া নিয়ে। মুক্তির দুই-তিন আগে জানা যায় কোথায় কোথায় চলবে সিনেমাটি। আগে জানা থাকলে ওই সকল স্থানগুলোতে গিয়ে সিনেমার প্রচারণা করা যায়। তারপরও চেষ্টা করছি মানুষের কাছাকাছি পৌঁছানোর।
[৬] বিডি২৯মাল্টিমিডিয়া নিবেদিত জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। সিনেমার সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
[৭] এদিকে সোমবার আকাশ সেন ও হৈমন্তী রক্ষিত দাসের কণ্ঠে সিনেমাটির টাইটেল গান ‘কথা দিলাম’ প্রকাশ্যে এসেছে। জসিম উদ্দিন আকাশের কথায় গানটির সুর করেছেন আকাশ সেন এবং সঙ্গীতায়োজন করেছেন পরাগ বিশ্বাস। প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।
[৮] সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।