1. sabbirsarder.bd@gmail.com : Sadia Islam : Sadia Islam
  2. admin@sahas24bd.com : sahas24bd : Ahsan Ullah
[১] কোটালীপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মতিয়ার রহমান হাজরার গণসংযোগ ও কর্মী সমাবেশ - sahas24bd
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:১৬ অপরাহ্ন
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:১৬ অপরাহ্ন

[১] কোটালীপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মতিয়ার রহমান হাজরার গণসংযোগ ও কর্মী সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

Tags:

[২] আসন্ন গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরার গণসংযোগ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

[৩] সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠ থেকে পায়ে হেটে কোটালীপাড়া – গোপালগঞ্জ সড়ক দিয়ে ঘাঘর পৌর কিচেন মার্কেটে গণসংযোগ করেন সেখান থেকে ফিরে আবার উপজেলা পরিষদ মাঠে এসে সংক্ষিপ্ত এক কর্মী সমাবেশ করেন। এসময় তার সাথে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাজরা, লাল মিয়া হাজরা, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ঝন্টু হাওলাদার, সাবেক ভিপি হায়দার আলী হাজরা, যুবলীগ নেতা খাইরুল ইসলাম হাওলাদার, ইমদাদুল তালুকদার, এনামুল হাজরা, পলাশ হাজরা, কলেজ ছাত্রলীগ সভাপতি স্বপন তালুকদারসহ ছাত্রলীগ ও যুবলীগের বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে যানবাহনে করে শত শত সমর্থকরা গণসংযোগ ও সমাবেশ অংশ গ্রহন করেন।

[৪] সংক্ষিপ্ত সমাবেশে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক যুবলীগ সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা বলেন, প্রিয় ভাইয়েরা আপনারা অনেক বাঁধা অতিক্রম করে যারা মতিয়ার হাজরাকে ভালোবেসে আমার এই কর্মী সমাবেশে এসেছেন এর চেয়ে পাওয়ার আর কিছুই নেই এজন্য আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের পাশে সেবক হয়ে থাকতে চাই।

[৫] তিনি বলেন, আমি কোনদিন রাজনীতিততে ডিকবাজী খাই নাই অন্যদল করিনাই, যারা ডিকবাজী খেয়েছে তাদের অনেক কথা আমার কানে এসেছে সময মত তার সঠিক জবাব দিব যারা, নিতি আদর্শ পরিবর্তন করে তারা পারে। কিন্তু মতিযার হাজারা কোনদিন নিতি পরিবর্তন করে নাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved sahas24bd© 2019-2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting