1. admin@sahas24bd.com : sahas24bd : Ahsan Ullah
[১] পৈত্রিক সম্পত্তিতে বাড়ী করতে গিয়ে বাধার সম্মুখিন হলেন জেলা ও দায়রা জজ - sahas24bd
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচারহিনতার ৩ বছর ভাইরাল হয়নি, তাই বিচার পাইনা [১] বাসায় একটা বই পোকা আছে: পরী [১] ইউরোপীয় ৮ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক [১] গুলিস্তানে বিস্ফোরণ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ২২ [১] সন্তানদের নিয়ে দেশের বাইরে যেতে পারবেন না জাপানি মা [১] একুশে বইমেলায় প্রচারণা করছে ‘কথা দিলাম’ পরিবার [১] কোটালীপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মতিয়ার রহমান হাজরার গণসংযোগ ও কর্মী সমাবেশ [১] পৈত্রিক সম্পত্তিতে বাড়ী করতে গিয়ে বাধার সম্মুখিন হলেন জেলা ও দায়রা জজ [১] রাজশাহীর বাঘায় নিখোঁজ ঈশার সন্ধান চায় পরিবার [১] গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার [১] এক মাসে সড়কে গেল ৫৮৫ প্রাণ

[১] পৈত্রিক সম্পত্তিতে বাড়ী করতে গিয়ে বাধার সম্মুখিন হলেন জেলা ও দায়রা জজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ বার পঠিত

Tags:

[২] গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর এলাকার পশ্চিমপাড়ায় পৈত্রিক রেকর্ডীয় সম্পত্তির উপর বাড়ী করতে গিয়ে বাধার সম্মুখিন হয়েছেন জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ।

[৩] এ ব্যাপারে বিচারকের ভাই মোকসেদ আলী শেখ প্রেসক্লাব গোপালগঞ্জে একটি লিখিত অভিযোগ করেন।

[৪] মোকসেদ আলী শেখ অভিযোগ বলেন, আমার ভাই ফরিদপুর জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ নিজের নামে রেকর্ডীয় পৈত্রিক সম্পত্তিতে ভবন নির্মাণের কাজ শুরু করেন। প্রতিবেশী রফিকুল ইসলাম ঠান্ডা মুন্সি, তার ছেলে মামুন মুন্সি ও সুমন মুন্সি ওরফে সাদ্দাম পূর্ব শত্রæতার জের ধরে আমার ভাই আকবর আলী শেখের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উক্ত জায়গা তাদের দাবি করে বেশ কিছু মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায়।

[৫] তিনি অভিযোগ করে আরো বলেন, কয়েক বছর পূর্বে রফিকুল জালিয়াতির ভুয়া কাগজপত্র তৈরি করে আমাদের জমি দখল করে জোরপূর্বক পাকা ভবন নির্মাণ করেন। বাধা দিতে গেলে আমরা হামলা মামলার শিকার হই। রফিকুল ইসলামের ছেলেদের নানাবিধ অসামাজিক কার্যাকলাপের কারনে একাধীকবার তারা জেল খেটেছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ বলেও জানান তিনি।

[৬] ৬৭ বছর বয়সী প্রতিবেশী শাহাদাত হোসেন খলিফা বলেন, ছোট বেলা থেকে দেখে আসছি এটা জজ সাহেবের পৈত্রিক সম্পত্তি। পৈত্রিক সূত্রে এখন জজ সাহেবই মালিক। জজ সাহেব নিজস্ব জায়গাতেই ভবন নির্মাণ করছেন।

[৭] এলাকার মুরব্বী শহিদুল ইসলাম বলেন, কোটালীপাড়া পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল হোসেন সরদার বলেন, জমি ও জজ সাহেব সম্পর্কে রফিকুল ও তার স্ত্রী যে সম্পর্ক তথ্য দিয়েছে তা সবই বানোয়াট। ভবনটি বিচারক আকবর আলী শেখ তার নামে রেকর্ডিয় সম্পত্তিই করছে।

[৮] বিষয়টি নিয়ে কথা বলতে রফিকুল ইসলাম ঠান্ডা মুন্সি বাড়িতে গিয়ে তার পুত্রবধুকে পেলেও তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved sahas24bd© 2019-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting