Tags: বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীর আহবায়ক কমিটির শ্রদ্ধা
[২] জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীর মনোনীত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
[৩] বৃহস্পতিবার বিকেলে আহবায়ক সরোজ কান্তি বিশ্বাস খোকন নতুন কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
[৪] পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন তারা।
[৫] এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট কৃষ্ণ কুমার বাইন, সদস্য এ্যাডভোকেট জয়ন্ত চক্রবর্তী, কৃষ্ণ কুমার পাল, সুবল চন্দ্র রায়, কিশোর চন্দ্র চন্দ, টিটো বৈদ্য, অনিমা সরকার, শিপ্রা বিশ্বাস।
[৬] এর আগে গত ২৯ জানুয়ারি কেন্দ্রীয়য় কালীবাড়ীর নির্বাচনী মূলতবী সাধারণ সভায় সরোজ কান্তি বিশ্বাস খোকনকে আহবায়ক ও এ্যাডভোকেট কৃষ্ণ কুমার বাইনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।