Tags: গোপালগঞ্জে অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ
[২] গোপালগঞ্জ দুই আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের পক্ষ থেকে সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ টিন-রড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
[৩] গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র কাজী লিয়াকত আলী লেকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।
[৪] সোমবার শহরের নতুন বাজার রোডের সাইফুল ট্রেডার্সে আয়োজিত এক অনুষ্ঠানের দেড় হাজার মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়। এর আগে বিভিন্ন ইউনিয়নে প্রায় ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিকী সিকদার, থানা আওয়ামী লীগ নেতা মো. ইমরান মোল্লা, মো. ফেরদোস আলম, যুবলীগ নেতা শফিকুল হক সজিবসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।