Tags: কোটালীপাড়ায় বইছে পৌরসভা নির্বাচনের হাওয়া
[২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় বইছে পৌরসভা নির্বাচনের হাওয়া। গোপালগঞ্জের কোটালীপাড়াসহ দেশের ৪ পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে সম্ভাব্য মেয়র প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন।
[৩] বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে এ সব প্রার্থীরা নিজেদের উপস্থাপনের চেষ্ঠা করছেন। ইতিমধ্যে উপজেলার ১৪জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
[৪] পৌরসভার হাট-বাজারে প্রার্থীদের নাম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চলছে চুল চেরা বিশ্লেষণ।
[৫] এ বারের নির্বাচনে মাঠ পর্যায়ে ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক হাওলাদার, এস এম হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মুকুল, ডাক্তার মো. আলীউজ্জামান শেখ, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান নার্গিস সুলতানা, ব্যবসায়ী কমল সেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান ও তার স্ত্রী উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক সাবানা।
[৬] ১৬ মার্চ কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় শতভাগ আওয়ামী লীগের ভোটার। বিগত পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন। এবারও শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হলে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হবেন আওয়ামী লীগ প্রার্থী। তাইতো মেয়র পদে ভোটের মাঠের থেকে মনোনয়নের দৌড়ে জিততে সব প্রার্থীরা মরিয়া হয়ে ছুটছেন।