Tags: গোপালগঞ্জে বসেছে সরস্বতী প্রতিমার হাট
[২] বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। এই পূজাকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট। বিভিন্ন বয়সের মানুষ এসব হাট থেকে কিনে নিচ্ছেন পছন্দ অনুযায়ী প্রতিমা। সনাতন ধর্মাবলম্বীদের বাসা-বাড়ির পাশাপাশি বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে পূঁজা আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি।
[৩] জেলা শহরের গোহাট সার্বজনীন কালীবাড়ি, সদর উপজেলার সাতপাড়, বৌলতলী, ভেন্নাবাড়ী, রঘুনাথপুর, কোটালীপাড়া উপজেলার রামনগর, রাধাগঞ্জ, ধারাবাশাইল, ভাঙ্গারহাট, ঘাঘর বাজার হিরণ, সিকিরবাজার, বাঁশবাড়ীয়া ও বালিয়াভাঙাসহ ৩০টি স্থানে বসেছে সরস্বতী প্রতিমার হাট।
[৪] জেলা শহরের গোহাট সার্বজনীন কালীবাড়িতে সবচেয়ে বড় প্রতিমার হাটটি বসেছে। বিভিন্ন স্থান থেকে প্রতিমা কারিগরেরা এখানে প্রতিমা এনে বিক্রি করছেন।
[৫] হাটে ছোট বড় মিলিয়ে প্রায় দুই থেকে তিন হাজার প্রতিমা বিক্রির জন্য এনেছেন কারিগররা। যে যার পছন্দ আর সাধ্য মত কিনছেন প্রতিমা। হাটে আনা এক একটি প্রতিমা সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। শুধু প্রতিমাই নয় এ হাটে বিক্রি হচ্ছে ফুল, মালা, মিষ্টিসহ পূঁজার অন্যান্য উপকরণও।