Tags: টুঙ্গিপাড়ায় স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ
[২] গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্মার্ট কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক।
[৩] মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার গিমাডাঙ্গা জি.টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৭ জন কৃষকের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরন করা হয়। এর মধ্যে দিয়ে সূচনা হলো এবি ব্যাংকের স্মার্ট একাউন্ট।
[৪] বিতরণ অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
[৫] এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জামাল উদ্দিন, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদসহ এবি ব্যাংকের ঊর্ধতনকর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।