Tags: গোপালগঞ্জে নারী কর্মীদের মাঝে সড়ক রক্ষণাবেক্ষণ সামগ্রী বিতরণ করলো এলজিইডি
[২] পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচী এবং আরইআরএমপি- ৩ প্রকল্পের আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ২’শ ৫৬ জন নারী কর্মীর মাঝে ঝুড়ি, কোঁদাল, দা, হাসুয়া, দুরমুজ, এ্যাপ্রোন, ছাতা, পতাকা, মেডিকেল বক্স, সাবান, মাস্কসহ বিভিন্ন ধরণের মালামাল সামগ্রী বিতরণ করেছে গোপালগঞ্জ এলজিইডি।
[৩] সোমবার দুপুরে এলজিইডি কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ফরিদপুর অঞ্চলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল সামগ্রী বিতরণ করেন।
[৪] গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী শফিউল আজম ও মুকসুদপুর উপজেলা প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রাশেদী।
[৫] পর্যায়েক্রমে জেলার ৬৭ ইউনিয়নের কর্মীদের মধ্যে রক্ষণাবেক্ষণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক।