Tags: চলে গেলেন শতাব্দির সেরা খেলোয়াড় কিংবদন্তী পেলে
[২] ফুটবল কিংবদন্তী পেলে মারা গেছেন। বিবিসি জানায়, তার বয়স হয়েছিলো ৮২ বছর। পেলের চলে যাওয়ায় সারাবিশ্বে নেমেছে শোকের ছায়া, মানুষ কাঁদছে প্রিয় কালো মানিকের জন্যে।
[৩] ফুটবলের রাজা পেলে দীর্ঘদিন ধরে কিডনি ও প্রোস্টেটের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি অসুস্থতা বাড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বড়দিনও সেখানে কেটেছে তার।
[৪] ব্রাজিলের আলোকিত সন্তান পেলে ফুটবলে অনন্য রেকর্ড গড়ে সারাবিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষের মন কেড়ে নিয়েছেন। তিনি ১৩৬৩টি খেলায় অংশ নিয়ে ১২৮১টি গোলের রেকর্ড গড়েন।
[৫] তিনি একমাত্র খেলোয়াড়, যার হাতে তিনবার বিশ্বকাপ উঠেছে; ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে।
[৬] ২০০০ সালে ফিফা পেলেকে শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে সম্মাননা দেয়।