Tags: গোপালগঞ্জে চা বিক্রেতার কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিল ভূমি কর্মকর্তা
[২] গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমিহীন এক চা বিক্রেতার কাছ থেকে খাস জমি দেওয়ার কথা বলে ভূমি সহকারী কর্মকর্তা টাকা আদায় করেছে বলে অভিযোগ উঠেছে।
[৩] এ বিষয়ে ভূক্তভোগী গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
[৪] অভিযোগ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিমল হালদারের ছেলে ভূমিহীন জলিলপাড়া বাজারে চা বিক্রয়কারী বিবেক হালদার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম রকিবউদ্দিনকে গত ১১ সেপ্টেম্বর তারিখ রাতে তার নিজ অফিসে ৫০ হাজার টাকা খাস জমির দাম হিসাবে প্রদান করেন।
[৫] উল্লেখ যে, বিবেক হালদার ভূমি অফিসের সামনে চা দোকানদার হওয়ার সুবাধে ভূমি কর্মকর্তা এস এম রকিবউদ্দিনের সাথে ভাল সম্পর্ক গড়ে উঠে।পরে বিবেক হালদারকে ভূমি কর্মকর্তা রকিবউদ্দিন খাস জমি পাইয়ে দেওয়ার কথা বলে ১লাখ টাকা দাবী করেন। এতে বিবেক হালদার কোন সাড়া না দেওয়ায় ভূমি কর্মকর্তা রকিবউদ্দিন বিবেক হালদারের বসবাসরত নদীর পাড়ে সরকারী জায়গায় গিয়ে তাকে উচ্ছেদের হুমকি দেয়।
[৬] এরপর বিবেক হালদার ধার কর্জ করে তহশিলদারকে ৫০ হাজার টাকা প্রদার করেন।
[৭] ২২ ডিসেম্বর তারিখে বিবেক হালদার ভূমিহীন হিসাবে মুকসুদপুর সহকারী কমিশন বরাবর একটি লিখিত আবেদন করেন।
[৮] এরপর কোন সুরেহা না পেয়ে তিনি গত ২৬ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
[৯] এই বিষয়ে সাহস২৪ ও দৈনিক দেশকালের কাগজ একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবে। সঙ্গে থাকুন আমাদের।