Tags: সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
[২] ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের তিনজন। এতে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চান্দ্রা ইউনিয়নের সুয়াদি এলাকায় একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।
[৩] নিহতরা হলেন-ভাঙ্গার আতাদী গ্রামের লাবনী আক্তার (৩৮), তার মেয়ে সুরাইয়া (১৭) ও জয়নাব (৩)। তাদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বলে জানায় পুলিশ।
[৪] জানা গেছে, সকাল পৌনে আটটার দিকে ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকার অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে গেলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী লাবনী আক্তার মারা যান। মারাত্মক আহত হন লাবনী আক্তারের দুই মেয়ে সুরাইয়া ও জয়নাব। তাদেরকে প্রথমে স্থানীয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সুরাইয়ার মৃত্যু হয়।
[৫] অন্যদিকে জয়নাবকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সেও মারা যায় বলে জানান হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আসাদুজ্জামান। তিনি গণমাধ্যমকে আরও জানান, ছয়জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম বলেন, নিহতদের মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।