Tags: টুঙ্গিপাড়ায় ডিজিটাল সংযোগ স্থাপন বিষয় মতবিনিময় সভা
[২] গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
[৩] বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ ‘বজ্রকন্ঠ’ হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
[৪] সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুনের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
[৫] প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার আজিজুল ইসলাম ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের কার্যক্রম সমূহ তুলে ধরে বলেন, স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় এই প্রকল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে মানুষের জীবন হয়ে উঠবে গতিময়।
ইতিমধ্যে তথ্যপ্রযুক্তির খাদে বিশ লাখ তরুন-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের প্রায় ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।