Tags: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
[২] গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে শ্যালক-দুলাভাই নিহত হয়েছে। বুধবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
[৩] নিহতরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মারুফ (৩১) এবং একই উপজেলার আলম তালুকদারের ছেলে বায়জিদ তালুকদার (১৯)। এরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
[৪] কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে চড়ে ঢাকা থেকে মোড়লগঞ্জের নিজ বাড়িতে যাচ্ছিলেন মারুফ এবং বায়েজিদ। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় ঘনকুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই তারা দু’জনই নিহত হয়।
[৫] তিনি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।