Tags: ‘কীভাবে মারা গিয়েছেন তুনিশা, অভিনেত্রী তুনিশা শর্মা, এস এম সাব্বির, স্বাভাবিক নাকি খুন?’
[২] ভারতের টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ অভিনেত্রী তুনিশা শর্মা আমার খুব কাছের বন্ধু। তুনিশার সাথে পরিচয় সেই ২০১৬ থেকে। আগামী বছরে আমার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাংলাদেশে আসার কথা ছিল। অথচ এই মূহর্ত্বে তুনিশা শর্মা আর নেই।
[৩] সাহস২৪ প্রতিবেদককে কথা গুলো বলছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও এস এম এস এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান এস এম সাব্বির।
[৪] তিনি বলেন, ওর মৃত্যুর খবর আমাকে বড্ড কষ্ট দিয়েছে।
[৫] সাব্বির বলেন, কীভাবে মারা গিয়েছেন তুনিশা, স্বাভাবিক নাকি খুন? বড্ড ভাবাচ্ছে! খবর পেলাম মেক-আপ রুমে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। রহস্য লাগছে সবকিছু।
[৬] এই বিশেষ সাক্ষাৎকারে এস এম সাব্বির বলেন, তুনিশা যেখানেই থাকুক ভাল থাকুক। ওর স্বপ্নগুলো সেখানেই বাস্তবিত হোক।
[৭] উল্লেখ্য, ভারতের টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ অভিনেত্রী তুনিশা শর্মা। সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান এ কাবুল’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি।
[৮] শনিবার তুনিশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মুম্বাইয়ের ছোটপর্দার জগতে রীতিমতো শোকের ছায়া। এদিন তাঁর মেক-আপ রুমে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ বিষয়টির তদন্ত চালাচ্ছে।