Tags: নেইমারদের হৃদয় ভেঙে সেমিতে ক্রোয়েশিয়া
[২] জয়োৎসব হতে পারত ব্রাজিলের। সেই কাজটি করেও দিয়েছিলেন নেইমার। কিন্তু শেষের দিকে পেটকোভিচের এক গোলে ম্যাচে ১-১ সমতা। টাইব্রেকারে গড়ানো ম্যাচে শেষ হাসি ক্রোয়াটদের। বিশ্বকাপের সেমিতে উঠে গেছে ক্রোয়েশিয়া (৪-২)।
[৩] নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য ড্র। অতিরিক্ত ত্রিশ মিনিটে নেইমারের গোলে লিড নেয় ব্রাজিল। ১১৬ মিনিটে ব্রুনো পেটকোভিচের গোলে ম্যাচে ১-১ সমতা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
[৪] টাইব্রেকারে রদ্রিগোর নেওয়া প্রথম শটই রুখে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। ক্রোয়েশিয়া নিজেদের প্রথম তিন শটেই গোল করে (ভ্লাসিক, মাজের ও মডরিচ)। ব্রাজিলের হয়ে পরের দুই শটে গোল করেন ক্যাসেমিরো ও পেদ্রো। চতুর্থ শটে ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন মিস্লাভ ওরসিচ। ব্রাজিলের চতুর্থ শট নিতে আসে মারকুইনহস। তার শট পোস্টে লেগে ফিরে আসে। সেমিতে যাওয়ার উল্লাসে মাতে ক্রোয়েশিয়া। ব্রাজিল শিবিরে বিদায়ের হা হুতাশ। কাঁদতে থাকেন অনেকে।
[৫] শেষ পর্যন্ত টাইব্রেকে গড়ানো ম্যাচে ক্রোয়েশিয়ার জয়। বিদায় নিতে হয় নেইমারদের।