Tags: নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার হারের পাল্লাই ভারী
[২] মেসি ভক্তরা বুঁদ হয়ে আছেন ফুটবলের এই রাজপুত্রের হাতে উঠবে এবারের বিশ্বকাপ। এটাই যে তার শেষ বিশ্বকাপ। এবার যদি তিনি পারেন তাহলে এই অপূর্ণতা নিয়েই কিন্তু মেসিকে বিদায় নিতে হবে। কিন্তু এমনটি চান না মেসি ভক্তরা। তাদের সেই চাওয়ার পথে মেসি একে একে ৪টি বিশ্বকাপে হতাশ করেছেন। এবার তার শেষ বিশ্বকাপে তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। গ্রুপপর্বের পর শেষ ষোলো। এই দুই ধাপ পার হয়ে তিনি পৌঁছে গেছেন তৃতীয় ধাপ কোয়ার্টার ফাইনালে। যেখানে আর্জেন্টাইন ভক্তদের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে নেদারল্যান্ডস।
[৩] আজ ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মেসি স্বপ্ন যাত্রার পথে আরেকটি বাধা অতিক্রম করতে নামবে আর্জেন্টিনা।
[৪] ডাচদের বিপক্ষে আর্জেন্টিনার অতীত রেকর্ড যে সুখকর নয়। ৯ বারের মোকাবিলায় ডাচদের জয় ৪ বার। আর্জেন্টিনা জিতেছে ৩ বার। বাকি ৩ বার ড্র হয়েছে। আজ আর্জেন্টিনা জিতলে জয়-পরাজয়-ড্র সব সমান হয়ে যাবে। স্বপ্ন যাত্রা পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন মেসি। বিপরীত ফলাফল হলে থেমে যাবে মেসির স্বপ্নপূরণের যাত্রা। কিন্তু মেসি ভক্তদের প্রত্যাশা এবার আর তাদের হতাশার চাদরে ঢাকা পড়তে হবে না।