Tags: ক্রোয়েশিয়ার কাছে কখনোই হারেনি ব্রাজিল
[২] বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলই একমাত্র দল যারা প্রতিটি আসরেই খেলেছে। সবচেয়ে বেশি শিরোপা জেতা দলও ব্রাজিল। সর্বশেষ ২০০২ সালে তারা শিরোপা জিতেছিল। যা ছিল তাদের পঞ্চম শিরোপা। এরপর থেকেই তারা আছে শিরোপা খরায়। একটি করে আসর আসে, ব্রাজিল ‘হেক্সা’ জয়ের আশায় থাকে। কিন্তু হেক্সা জেতা আর হয় না।
[৩] এবারও তারা হেক্সা মিশনে পৌঁছে গেছে শেষ আটে। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার। ক্রোয়েশিয়ার বিশ্বকাপ মিশন খুব বেশি দিনের নয়। যুগোস্লাভিয়া থেকে বের হয়ে আসার পর ১৯৯৮ সালে তারা প্রথম খেলে। প্রথমবারই তারা সেমি ফাইনালে উঠে তৃতীয় হয়ে চমক দেখায়। এরপর ২০১০ সাল বাদে প্রতিবারই তারা বিশ্বকাপের টিকিট পেয়েছে। কিন্তু ২০১৮ সাল ছাড়া আর কখনোই গ্রুপপর্বের গণ্ডি পার হতে পারেনি। গতবার তারা অপ্রতিরোধ্য কিলিয়ান এমবাপের ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে গিয়েছিল। এবার তারা পৌঁছে গেছে শেষ আটে।
[৪] আজ শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিলের।
[৫] কোয়ার্টার ফাইনালে দেখা হওয়ার আগে ব্রাজিল-ক্রোয়েশিয়ার বিশ্বকাপে মুখোমুখি হওয়ার দুইবার নজির আছে। ২০০৬ ও ২০১৪ সালে তারা মুখোমুখি হয়েছিল। প্রথমবার কাকার গোলে জয় পেয়েছিল। পরেরবার ঘরের মাঠে জিতেছিল ৩-১ গোলে। নেইমার করেছিলেন দুই গোল। অপর গোল করেছিলেন ওসকার।