Tags: গোপালগঞ্জে আইজিপি মেধা বৃত্তি পেল পুলিশ সদস্যের কন্যা
[২] গোপালগঞ্জ জেলা পুলিশের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল/৯৫ মো. লাভলু মিয়ার কন্যা মরিউম মালিহা মাদারীপুর জেলার ডনোভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল জিপিএ -৫ অর্জন করায় বাংলাদেশ পুলিশের আইজিপি’র পক্ষ হতে তাকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
[৩] সোমবার গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আইজিপি’র পক্ষ হতে মরিউম মালিহা ও তার গর্বিত বাবার হাতে মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানী সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।