Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
[২] দীর্ঘ এক দশক পর চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পলোগ্রাউন্ডে ভাষণের শুরুতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বললেন, ‘অনরা ক্যান আছন? বিয়াগ্গুর গম আছন নি? তোয়ারাল্লাই আঁর পেট পুরে, তাই চাইতো আসসি’ (আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আপনাদের জন্য মন জ্বলছে, তাই দেখতে আসছি।)
[৩] তখন পুরো পলোগ্রাউন্ডে উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে ‘আঁরা ভালা আছি’ বলে জবাব দেয়। এরপর প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শুরু করেন।
[৪] রোববার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার পর চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ডে জনসভা মঞ্চে পৌঁছান শেখ হাসিনা। এসময় তাকে ফুল ও করতালির মধ্য দিয়ে তাকে বরণ করে নেন দলের নেতাকর্মীরা।
[৫] এর আগে আজ সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে করে এমএ আজিজ স্টেডিয়ামে নামেন। পরে সিআরবি হয়ে পলোগ্রাউন্ড মাঠে আসেন তিনি। মাঠে এসেই চট্টগ্রাম কলেজ, সিটি কলেজসহ জেলার বিভিন্ন স্থানের ২৯টি প্রকল্পের উদ্বোধন করেন এবং চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।