1. sabbirsarder.bd@gmail.com : Sadia Islam : Sadia Islam
  2. admin@sahas24bd.com : sahas24bd : Ahsan Ullah
[১] শারীরিক, মানসিক ও আর্থিক সবদিক দিয়ে আমাকে টর্চার করেছে : সারিকা সাবাহ - sahas24bd
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ

[১] শারীরিক, মানসিক ও আর্থিক সবদিক দিয়ে আমাকে টর্চার করেছে : সারিকা সাবাহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবাহ

Tags: ,

[২] স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে মামলা করেছেন ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবাহ। সোমবার ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দার আদালতে মামলা করেন অভিনেত্রী।

[৩] আদালত মামলাটি আমলে নিয়ে বদরুদ্দিন আহমেদের রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সারিকা গণমাধ্যমকে জানান, আকদের পূর্বেই রাহী গায়ে হাত তুলেছেন।

[৪] ভেবেছিলেন বিয়ের পর শুধরে যাবেন রাহী। কিন্তু তা হয়নি। বিয়ের পর শারীরিক, মানসিক ও আর্থিক-সব দিকেই নির্যাতনের শিকার হয়েছেন সারিকা।

[৫] সারিকা বলছেন, ‘সে (রাহী) আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক-সব দিকেই টর্চার করেছে। আমি তার স্ত্রী, আমি একজন শিল্পী, আমাকে সে যেভাবে টর্চার করেছে তা সহ্য করার মতো নয়।

[৬] ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু না বিয়ের পর উল্টো নানাভাবেই আমাকে আঘাত করেছে।

[৭] আমি আইনের আশ্রয় নিয়েছি। অনেক কথাই বলার আছে আমার। সেসব এখনই বলতে পারছি না। তবে এটুকু বলবো, পারিবারিকভাবে আমি সমাধানের চেষ্টা করেছি কিন্তু সে সুযোগ আমাকে দেওয়া হয়নি। যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছি’।

[৮] সারিকা বলেন, ‘আমাদের বিয়ের সময় ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। আমার পরিবারের পক্ষ থেকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকার, আসবাবসহ সাংসারিক জিনিসপত্র দেওয়া হয়। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই সে আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করে।

[৯] আমার পরিবার থেকে তার জন্য টাকা আনতে বলে। আমি রাজি হইনি বলে সে আমাকে অকথ্য গালাগাল করে, মারধর করে। এই মারধরের ঘটনা ঘটেই যাচ্ছিল, যার ফলে মামলা করতে বাধ্য হই’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved sahas24bd© 2019-2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting