Tags: বেলজিয়ামকে হারিয়ে চমক, সেজদা দেন মরক্কোর খেলোয়াড়রা
[২] এবারের বিশ্বকাপে যেনো ঘটে চলেছে একের পর এক অঘটন। বড় দলগুলোর তুলনামূলক ছোট দলের কাছে হার দেখা যাচ্ছে মাঝে মধ্যেই। এর শুরুটা হয় সৌদির বিপক্ষে আর্জেন্টিনার হার দিয়ে। এরপর জাপানের কাছে জার্মানির হার, সেই দুরন্ত জাপানের বিপক্ষে আবার স্পেনের সাথে ৭ গোল খাওয়া কোস্টারিকার জয়। আজ বিশ্বকে আরো একবার চমক দেখালো আফ্রিকার দেশ মরক্কো। র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করা বেলজিয়ামকে তারা হারিয়ে দিয়েছে ২-০ গোলের ব্যাবধানে।
[৩] কাতারের আল থুমামা স্টেডিয়ামে আজ ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে উদযাপন শুরু করেছিল। কিন্তু হাকিম জায়েখের ফ্রি-কিক থেকে করা গোলটি অফসাইডের কারনে বাতিল হয়।
[৪] এরপর দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে মরক্কো প্রথম গোলের দেখা পায়। ইতালির ক্লাব সাম্পাদোরিয়ায় খেলা মিডফিল্ডার আব্দেলহামিদ সাবেরি। তার গোলটি চলতি আসরে ফ্রি কিক থেকে সরাসরি করা প্রথম গোল
[৫] এরপর যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে মরক্কো। ১৯৯৮ বিশ্বকাপের পর বিশ্বকাপে দেশকে প্রথম জয়ের উল্লাসে ভাসান আবুখালাল। তার গোলটি আসে দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে।
[৬] জয়ের পর মরক্কোর খেলোয়াড়রা কৃতজ্ঞতাস্বরূপ সৃষ্টিকর্তাকে সেজদা দেন।
[৭] ম্যাচে ৩৩ শতাংশ বল পায়ে নিয়েও গোলে ও লক্ষ্যভ্রষ্ট শট নেওয়ার বিচারে সেরা দল হিসেবেই জিতেছে মরক্কো। কেভিন ডি ব্রুইনারা ৬৬ শতাংশ বল পায়ে রেখে গোলে মাত্র তিনটি শট নিতে পারে। যা মুনির মোহামেদি ফিরিয়ে দেন।
[৮] কানাডার বিপক্ষে একটি পেনাল্টিসহ ১৫টি গোলে আসা শট ফিরিয়ে দলকে ১-০ গোলে জিতিয়েছিলেন বেলজিয়ামের গোলরক্ষক কর্তোয়া। এবার মরক্কোর বিপক্ষে হারায় রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলটির গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের চ্যালেঞ্জ নিয়ে নামতে হবে বেলিসদের।