Tags: গোপালগঞ্জে আশ্রয়নবাসীদের নিয়ে লেখা “স্বপ্নের ঠিকানা” বইয়ের মোড়ক উন্মোচন
[২] গোপালগঞ্জ সদর উপজেলার আশ্রয়ন প্রকল্পের নিবাসী ১ হাজার ৮৯৭ পরিবারে কষ্ট ও সাফল্যে নিয়ে লেখা জীবন কাহিনী ভিত্তিক বই “স্বপ্নের ঠিকানা” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
[৩] রোববার বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বপ্নের ঠিকানা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র দিকনির্দেশনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন বইটির পরিকল্পনা ও সম্পাদনা করেন।
[৪] বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা উপস্থিত ছিলেন।
[৫] গোপালগঞ্জ উপজেলা প্রশাসন প্রকাশিত এই বইটির তথ্য সংগ্রহ ও সংকলন করেছেন, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা গোপালগঞ্জ সদরের মিলন সাহা। এছাড়া আশ্রয়ণ বাসীর সমসাময়িক জীবনের ছবি সংগ্রহ করেছেন, দৈনিক দেশকালের কাগজের নির্বাহী সম্পাদক ও আমাদের অর্থনীতি’র গোপালগঞ্জ প্রতিনিধি এস এম সাব্বির। সহকারি কমিশনার ভূমি গোপালগঞ্জ সদর মো. মামুন খান এর সহ-সম্পাদনায় “স্বপ্নের ঠিকানা” বইটি প্রচ্ছদ ও গ্রাফিক্স ডিজাইন করেছেন আব্দুর রহমান খুরশিদ।
[৬] মোড়ক উন্মোচন অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার সহ জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত কমিশনার ভূমি (এসিল্যান্ড) উপস্থিত ছিলেন ।
[৭] স্বপ্নের ঠিকানা বইটিতে গোপালগঞ্জ সদর উপজেলার আশ্রয়ন প্রকল্পের ১ হাজার ৮৯৭ পরিবারে মধ্যে ২০ টি পরিবারের কষ্ট ও সেখান থেকে ঘুরে দাড়িয়ে কিভাবে সাফল্য অজর্ন করেছে, সে সব বিষযে তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন মহসিন উদ্দীন ।
[৮] পরে উপস্থিত অতিথীদের হাতে একটি করে বই তুলে দেয় উপজেলা প্রশাসন।