Tags: স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্ন ফেরিওয়ালার " বিনামূল্যে ঔষধ পানি সেবা চলছে
[২] জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসায় ২০ জেলার পুরানা সাথীদের জোড়-২০২২ (২৫,২৬,২৭,২৮ ডিসেম্বর) উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ” স্বপ্ন ফেরিওয়ালার” উদ্যোগে বিনামূল্যে ঔষধ ও পানি সেবা কর্মসূচির কার্যক্রম চলছে পুরেদমে।
[৩] ইজতেমায় আসা হাজার হাজার মুসল্লিদের মাঝে দ্বিতীয় দিনেও বিনামূল্যে ওষুধ ও পানি সেবা প্রদান করছে স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন ফেরিওয়ালার স্বেচ্ছাসেবীরা।
[৪] স্বপ্ন ফেরিওয়ালার মুখ্য সমন্বয়ক মিজানুর রহমান মানিক এ প্রতিবেদককে বলেন, আজ দ্বিতীয় দিনে জোড়ে অংশগ্রহণকারী বিভিন্ন জেলার মুসল্লীগনের স্বাস্থ্য সেবা ও পানির চাহিদা পূরণের লক্ষ্যে বিনামূল্যে পানি ও ওষুধ সেবা দেওয়া হচ্ছে। এ কর্মসূচি চলবে জোড়ের শেষ দিন পর্যন্ত।