Tags: আবারো নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
[২] প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০২৪ সালে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু করলেন। যশোর জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত মহাসমাবেশে তিনি নৌকা মার্কায় ভোট চেয়েছেন। বাসস
[৩] প্রধানমন্ত্রী বলেন, আপনারা আমাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের কাছে ওয়াদা চাই আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। এ সময় উপস্থিত জনতা নৌকায় ভোট দেবেন বলে সমস্বরে জানান।
[৪] বিএনপি আমলের অরাজকতার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি সন্ত্রাস, হত্যা রাহাজানি, নির্যাতন আর জেল, জুলুম, মামলা ব্যতীত জনগণকে কিছুই দিতে পারেনি। ব্যাংকে রিজার্ভ ও তারল্য নিয়ে বিএনপি-জামায়াত চক্রের ছড়ানো গুজব সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই গুজবে কান দেবেন না। কারণ বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং ব্যাংকে অর্থের কোনো সংকট নেই। ব্যাংকে টাকা নেই এই কথাটা মিথ্যা। বুধবারও আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ মিটিং করে দেখেছি টাকার কোন সমস্যা নেই। প্রত্যেকটা ব্যাংকে যথেষ্ট টাকা আছে।
[৫] শেখ হাসিনা বলেন, আমাদের রেমিট্যান্স আসছে, বিদেশ থেকে বিনিয়োগ আসছে, আমদানী-রপ্তানী আয় বৃদ্ধি পেয়েছে, ট্যাক্স কালেকশন বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অন্য দেশ যেখানে হিমসিম খাচ্ছে সেখানে বাংলাদেশ এখনও যথেষ্ট শক্তিশালী আছে।
[৬] যশোরে এই জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রধানের দেশব্যাপী প্রচারাভিযান শুরু হলো। এরপর তিনি ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড এবং ৭ ডিসেম্বর কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে দলীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।