1. sabbirsarder.bd@gmail.com : Sadia Islam : Sadia Islam
  2. admin@sahas24bd.com : sahas24bd : Ahsan Ullah
[১] কিছু সময় পরে সার্বিয়ার মুখোমুখি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল - sahas24bd
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৬ পূর্বাহ্ন
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ

[১] কিছু সময় পরে সার্বিয়ার মুখোমুখি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

Tags:

[২] বিশ্বকাপের গত ২১টি আসরে খেলা ব্রাজিল কাতারেও নাকি হট ফেভারিটদের শীর্ষে। কথাটি শুধু দলের ভক্তরাই নয়, খোদ ফিফাও বলেছে। নেইমারদের প্রতিপক্ষ সার্বিয়াও কম নয়। বাছাই পর্বে তারা অপরাজিত থেইে বিশ্বকাপের টিকিট পেয়েছে। দোহার লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার(২৪ নভেম্বর) জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও সার্বিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

[৩] গত বিশ্বকাপেও (২০১৮) এই দুই দল মুখোমুখি হয়েছিলো। সেসময় সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)। কাতার বিশ্বকাপে শীর্ষ ফেভারিট দলগুলোর একটি ধরা হচ্ছে দেশটিকে। ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে প্রতিবারই খেলেছে ব্রাজিল।

[৪] ২০০২ সালের পর বিশ্বকাপের ফাইনালে যেতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। বাছাইয়ে অপরাজিত থেকে কাতার বিশ্বকাপের টিকেট পায় ব্রাজিল। সবচেয়ে বেশি গোল করেন তারকা ফরোয়ার্ড নেইমার (৮ গোল)।

[৫] সার্বিয়ার ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার আলেকসান্দার মিত্রোভিচ (৫০ গোল) এবারের বিশ্বকাপের বাছাইয়ে জালের দেখা পান ৮ বার। চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে তার খেলা নিশ্চিত নয়। বাছাইয়ে নিজেদের গ্রুপে অপরাজিত ছিলো সার্বিয়া।

[৬] পর্তুগালের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচে ৯০তম মিনিটে মিত্রোভিচের দেওয়া গোলে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় সার্বিয়া। ২০১৮ বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সার্বিয়া। ম্যাচটিতে ২-০ গোলে জেতে কোচ তিতের ব্রাজিল। আমাদেরসময়.কম

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved sahas24bd© 2019-2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting