Tags: সড়ক দুর্ঘটনা
[২] লাল-সবুজ বাসের ধাক্কায় খোরশেদ সিকদার (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌরসভার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[৩] সাংবাদিক খোরশেদ সিকদার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আনন্দিপুর গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক দিনকাল ও জবাবদিহি পত্রিকার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি। খোরশেদ সিকদার মঙ্গলবার সন্ধ্যায় চাষিরহাট এলাকায় একটি সংবাদ সম্মেলনে যাচ্ছিলেন। রামপুর এলাকায় পৌঁছলে লাল-সবুজ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
[৪] স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বজরা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।