Tags: সড়ক দুর্ঘটনা
[২] জেলার আনোয়ারায় বাসের ধাক্কায় মো. মহিউদ্দিন (২৬) নামে সিএনজিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের চাতরী চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিউদ্দিন বাঁশখালী উপজেলার চানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়ার মো. আহমেদ কবিরের ছেলে।
[৩] চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আনোয়ারা চাতরী চৌমুহনী এলাকায় একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশার যাত্রী মহিউদ্দীন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
[৪] পরে অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।