Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
[২] সোমবার (১৯ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় রাত ১১: ১০ মিনিটে জেএফকে এয়ারপোর্টে পৌঁছান বলে জানান প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও উপ প্রেস সচিব শাখাওয়াত হোসেন মুন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে জেএফকে এয়ারপোর্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হাই কমিশন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
[৩] এর আগে প্রধানমন্ত্রী ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃতে অংশ নেওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দশে লন্ডন ত্যাগ করেন। লন্ডনের স্থানীয় সময় সোমবার রাত ৮টায় তিনি স্টানস্টেড বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হন বলে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে।
[৪] জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে শেখ হাসিনা বক্তৃতা করবেন ২৩ সেপ্টেম্বর, এ বিশ্বসভায় এবারও তিনি বাংলাদেশের মানুষের বক্তব্য তুলে ধরবেন বাংলায়। ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ‘একতরফা নিষেধাজ্ঞায়’ উন্নয়নশীল দেশগুলোর ক্ষতির কথা জাতিসংঘে তুলে ধরে প্রধানমন্ত্রী এবার সংকট সমাধানে আলোচনার উপর জোর দেবেন বলে ইতোমধ্যে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
[৫] ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অবস্থানকালে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানেও যোগ দেবেন শেখ হাসিনা। বেশ কয়েকজন রাষ্ট্রনেতা এবং জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।