1. sabbirsarder.bd@gmail.com : Sadia Islam : Sadia Islam
  2. admin@sahas24bd.com : sahas24bd : Ahsan Ullah
[১] ব্রহ্মপুত্র নদীর আকস্মিক ভয়াল থাবায় ভাঙ্গন আতঙ্ক - sahas24bd
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ

[১] ব্রহ্মপুত্র নদীর আকস্মিক ভয়াল থাবায় ভাঙ্গন আতঙ্ক

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

Tags:

[২] কুড়িগ্রামের উলিপুরে ব্রম্মপুত্রের আকর্ষিক ভাঙনে গত ২দিনের ব্যবধানে প্রায় ৩০টি পরিবারের পুরাতন বসতভিটা ঘরবাড়ি মূল্যবান আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।দফায় দফায় ভাঙ্গনে বেগমগঞ্জ ইউনিয়ন মান চিত্র থেকে হারিয়ে যাওয়ার পথে।

[৩] সরেজমিনে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কড্ডার মোড় সংলগ্ন রসুলপুর গ্রামে ব্রম্মপুত্রের ভয়াবহ ভাঙ্গনের দৃশ্য দেখা গেছে। গত ২ দিনের ব্যবধানেবোন ব্রম্মপুত্রের করালগ্রাসে ৩০ টি পরিবারের বসত ভিটা, ২টি ঘড় পারিবারিক কবরস্থান মূল্যবান গাছপালা আবাদি জমি ব্রহ্মপুত্রের বুকে বিলীন হয়ে গেছে। অনেকে কোথায় আশ্রয় নিবে তার কোনো কুল কিনারা করতে না পারায় বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছে।

[৪] ভাঙ্গনের শিকার আব্দুল মান্নান ফকির, বলেন গত রবিবার রাত দেড়টায় আমার বসত বাড়ির নির্মানাধীন দুটি ঘর ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়ে গেছে। আটকাতে পারিনি।

[৫] তাছাড়াও ভাঙ্গনের শিকার, আবুতালেব, মোন্নাফ ফকির, কালা লালচাঁদসহ অনেকে জানান, হুমকির মুখে রয়েছে প্রায়পাঁচ শতাধিক বসতভিটা, মুসল্লী পাড়া জামে মসজিদ, আবাদি জমি চলাচলের বিভিন্ন রাস্তা ঘাট ঐতিহ্যবাহী মোল্লারহাট। ভাঙ্গন কবলিত এলাকায় সরকারি-বেসরকারিভাবে কোনো সহায়তা পায়নি তারা।

[৬] এরিপোর্ট লেখা পর্যন্ত পর্যন্ত ভাঙ্গন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক দলের কেউ আসেননি বলে জানালেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved sahas24bd© 2019-2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting