বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সরকারী চাকুরী হতে সম্প্রতি অবসরপ্রাপ্ত ডিপ্লোমা চিকিৎসকদের বিদায় সম্মাননা এবং করোনাকালীন সময়ে প্রয়াত সহকর্মীদের মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান ৯ আগষ্ট শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদস্থ একটি হোটেলে বিডিএমএ চট্টগ্রাম জেলার সভাপতি ডাঃ রশীদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহ সাধারণ সম্পাদক ডাঃ মিহির বরণ বড়ুয়া’র সঞ্চালনায় অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত উপ পরিচালক জনাব এমরান হোসেন চৌধুরী , সহকারী পরিচালক (সিসি) ও রিজিওনাল কনসালট্যান্ট ডাঃ ছেহেলী নারগিস, বিডিএমএ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা ডাঃ শুভময় চৌধুরী, বিডিএমএ চট্টগ্রাম জেলার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের সাবেক অতিরিক্ত মহাসচিব আলহাজ্ব ডাঃ আবুল মনছুর চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিকেল লিঃ এর রিজিওনাল সেলস্ ম্যানেজার আজিজুল হক প্রমুখ। সভায় অতিথি বক্তারা বলেন, একটি সংগঠন ইস্পাত দৃঢ় ঐক্যে দুরদর্শিসম্পন্ন মেধাবী নেতৃত্বে অনেকদূর এগুতে পারে। অবসরপ্রাপ্ত ও প্রয়াত সহকর্মীদের একটি আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা যাহা সংগঠনের নেতৃত্বের উচ্চ প্রশংসার দাবীদার। বিডিএমএ সাধারণ সম্পাদক ডাঃ তপন কুমার নন্দী স্বাগত বক্তব্যে আলেচনায় অংশগ্রহণ করেন ডাঃ এরশাদুল আলম (পটিয়া), আলহাজ্ব ডাঃ মোহাম্মদ খান চৌধুরী, ডাঃ পলাশ দে, অর্থ সম্পাদক ডাঃ লক্ষীনারায়ণ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ বিপ্লব বড়ুয়া, ডাঃ তৌফিকুর রহমান, আলহাজ্ব ডাঃ হেলাল হোসেন, ডাঃ মহিউদ্দিন আহম্মদ, ডাঃ নজরুল ইসলাম। সভায় শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ডাঃ আবদুজ জব্বার, পবিত্র গীতা পাঠ করেন ডাঃ সঞ্জয় কুমার সিকদার, পবিত্র ত্রিপিটক পাঠ করেন ডাঃ মিহির বরণ বড়ুয়া। প্রয়াত সহকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। অতিথিদের পুষ্পস্তবক ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন যথাক্রমে ডাঃ সুপ্রিয়া বড়ুয়া, ডাঃ জুয়েল সরকার, ডাঃ নাদিম মাহমুদ, ডাঃ মোঃ বাবর, ডাঃ তৌহিদুল বশর, ডাঃ প্রিয়ব্রত দাশ।